বিদ্বেষ ছড়ানোর লক্ষ্যেই নিষেধাজ্ঞা : অভিযোগ তেহরানের

ইরানের দুটি কোম্পানি এবং সাত ব্যক্তির ওপর আমেরিকার আরোপ করা নতুন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান।

ইরান-বিদ্বেষ ও ইরান-আতঙ্ক ছড়িয়ে দেয়ার যে কৌশল আমেরিকা নিয়েছে তারই অংশ হিসেবে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সম্পর্ক রাখার পাশাপাশি কথিত সাইবার অপরাধের অজুহাতে ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার মার্কিন অর্থ বিভাগ ওই ইরানি কোম্পানি এবং ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

এ ঘটনার প্রতিক্রিয়ায় ১৭ সেপ্টেম্বর রোববার তেহরানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি জানান, এমন সময় এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যখন গত কয়েক বছরে ইরানে বহু সংস্থা ও সরকারি ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছে আমেরিকা।

সাইবার অপরাধের জন্য ইরানি নাগরিকদের বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করেন তিনি। কাসেমি বলেন, ইরান আমেরিকার সাম্রাজ্যবাদী ও আধিপত্যকামী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বলে এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করছে ওয়াশিংটন।

তেহরানের বিরুদ্ধে এ ধরনের নিষেধাজ্ঞার পুনরাবৃত্তির ব্যাপারে আমেরিকাকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, মার্কিন নীতি নির্ধারকদের উচিত তাদের প্রমাণিত ভুল ও ব্যর্থ নীতি পরিহার করে বিশ্বের দেশগুলোর সঙ্গে সঠিক, বুদ্ধিদীপ্ত ও প্রজ্ঞাপূর্ণ আচরণ করা।

সূত্র : পার্স টুডে

আজকের বাজার : এমএম / ১৮ সেপ্টেম্বর ২০১৭