বিদ্যমান প্রকল্পে বিনিয়োগ করবে ইভিন্স টেক্সটাইল

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইভিন্স টেক্সটাইলের পরিচালনা পর্ষদ বিদ্যমান প্রকল্পে ৭০ কোটি ৩৭ লাখ টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দুইটি মাধ্যমে কোম্পানিটি ওই প্রকল্পে বিনিয়োগ করবে। এর মধ্যে মূলধন যন্ত্রপাতি ও সরঞ্জামসহ পাম্প, মটর, পাইপস, সহায়িকাসমূহ, ফিকচার, ফেব্রিকেশন, ইরেকশন, ইমারত ও স্থাপন করা। এতে কোম্পানিটির ব্যয় হবে ৫৪ কোটি ৭০ লাখ টাকা এবং বিল্ডিং ও সিভিল কনস্ট্রাকশ, এতে কোম্পানিটির ব্যয় হবে ১৫ কোটি ৬৭ লাখ টাকা।

বিনিয়োগের সিদ্ধান্তের এই পরিমাণ অর্থের মধ্যে মধুমতি ব্যাংক থেকে ঋণ নেয়া হবে ৫৫ কোটি ৪১ লাখ টাকা এবং কোম্পানির নিজস্ব ফান্ড থেকে ব্যয় করা হবে ১৪ কোটি ৯৬ লাখ টাকা।