আবারও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুসলীম লীগ। বর্তমান পরিস্থিতিতে বিদ্যুতের দাম বাড়ানোকে মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখছে দলটি।
৩০ সেপ্টেম্বর শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে দলটির নেতারা এসব কথা বলেন। মানববন্ধনে বক্তব্য রাখেন মুসলীম লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বদরুদ্দোজা আহমেদ সুজা, সাবেক সংসদ সদস্য ও বর্তমান সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের, প্রেসিডিয়াম সদস্য আতিকুল ইসলাম, অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন প্রমুখ।
বদরুদ্দোজা আহমেদ সুজা বলেন, দ্রুততম সময়ে গ্রাহক পর্যায়ে ৮ বার বিদ্যুতের দাম বাড়ানোর ঘটনা গিনেস বুকেও খুঁজে পাওয়া যাবে না। চাল, আটা, ময়দাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির কারণে এমনিতেই মানুষের নাভিশ্বাস উঠছে। এই মুহূর্তে যদি আবার বিদ্যুতের দাম বাড়ানো হয়, তবে তা হবে মরার উপর খাড়ার ঘা।
এসময় বক্তারা বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহবান জানান।
চলতি বছর মার্চে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব বিইআরসিতে পাঠায় বিতরণ কোম্পানিগুলো। পাইকারি পর্যায়ে ১৪ দশমিক ৫০ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব করেছে পিডিবি। গ্রাহক পর্যায়ে ডিপিডিসি ৬ দশমিক ২৪, ডেসকো ছয় দশমিক ৩৪, ওজোপাডিকো ১০ দশমিক ৩৬ ও আরইবি ১০ দশমিক ৭৫ শতাংশ দাম বাড়ানোর আবেদন করেছে।
এরপর ২৭ সেপ্টেম্বর পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি), ২৮ সেপ্টেম্বর ডিপিডিসি, ২ অক্টোবর ডেসকো, ৩ অক্টোবর ওজোপাডিকো এবং ৪ অক্টোবর নওজোপাডিকোর খুচরা মূল্য পরিবর্তনের প্রস্তাবের বিষয়ে শুনানির আয়োজন করে বিইআরসি।
আজকের বাজার:এলকে/এলকে/ ৩০ সেপ্টেম্বর ২০১৭