বিদ্যুৎ জ্বালানি ও খলিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ বিতরণ ও অবৈধ বিদ্যুৎ ব্যবহার রোধে নানামুখী পদক্ষেপের ফলে গত ১০ বছরে বিদ্যুৎ বিতরণের সিস্টেম লস ৪ দশমিক ৯৮ শতাংশ হ্রাস পেয়েছে। আজ সংসদে সরকারি দলের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সংসদে এ তথ্য জানান।
স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের নসরুল হামিদ সংসদকে আরো জানান, দেশের বিদ্যুৎ বিতরনে ২০০৮-২০০৯ অর্থ বছরে বিদ্যুৎ বিতরণের সিস্টেম লস ছিল ২৪ দশমিক ৩৩ শতাংশ, ২০১৮-১৯ অর্থ বছরে এই সিস্টেম লস কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৫ শতাংশে। সরকার পুরাতন জরাজীর্ণ বিদ্যুৎ লাইন মেরামত ও পরিবর্তন, বৃহৎ শিল্প গ্রাহকদের জন্য অটোমেটিক মিটার রিডিং(এএমআর)সিস্টেম স্থাপন করাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় সিস্টেম লস কমেছে। জাতীয় পার্টির সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গার অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সংসদকে আরো জানান, সারাদেশে বর্তমানে ১৩২টি তাপ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। বর্তমানে ১৬ হাজার ১৭১ মেগাওয়াট ক্ষমতার ৩৬টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান