রাজধানীর কামরাঙ্গিরচড় আলীনগর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরাফাত (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ১৩ জুন সকালে এ ঘটনা ঘটে। শিশু আরাফাতের খালা তানজিলা জানিয়েছেন, তারা বামরাঙ্গীরচর আলীবহর এলাকায় থাকতো এবং স্থানীয় ব্রাক স্কুলে শিশু শ্রেণিতে পড়তো। তার বাবার নাম আলমগীর হোসেন।
তিনি আরো জানিয়েছেন, আলীনগর এলাকায় রাস্তায় ড্রেনের কাজ চলছে। পাশেই বিদ্যুতের খুঁটি ছিলো। মাঝে মাঝে খুঁটিগুলো আরথিং হয়ে থাকে। সকালে আরাফাত খেলতে খেলতে বিদ্যুতের খুঁটি ধরলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে দুপুর দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয় নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
আজকের বাজার: আরআর/ ১৩ জুন ২০১৭