বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত রাজধানীর হাজারীবাগ এলাকায় বুধবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদরসহ তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে এবং দুজন আহত হয়েছেন।
মৃতরা হলেন- ঝরু শেখ(৪৫), তার ভাই সাইফুল শেখ(৩৫)এবং মঞ্জুরুল ইসলাম(৩৫)। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)একরাম আলী জানান, সকাল ১১টার দিকে শ্রমিকরা বুড়িগঙ্গা নদীর তীরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের(বিআইডব্লিউটিএ)সীমানা প্রাচীরের জন্য পাইলিংয়ের কাজ করছিল।
একটি সীমানা স্তম্ভ বহন করার সময় সেটির সাথে একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শ হলে পাঁচজন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। এরমধ্যে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং দুজন গুরুতর আহত হন। আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান