জাতীয় বিদ্যুৎ গ্রিডের একটি সঞ্চালন লাইন মেরামতের সময়,আরেকটি সঞ্চালন লাইন ‘ট্রিপ করায়’ দেশের উত্তর ও দক্ষিণ জনপদের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার,২রা মে বেলা ১১টা থেকে আশুগঞ্জ-সিরাজগঞ্জ ও ঘোড়াশাল-ঈশ্বরদী ২৩০ কেভি সঞ্চালন লাইন ট্রিপ করায়,দেশের কয়েকটি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) সহকারী ম্যানেজার (জনসংযোগ) এ বিএম বদরুদ্দোজা খান সুমন বলেন, লাইন মেরামতের কাজ চলছে। বিকেলের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি।
তিনি জানান, বরিশাল, রাজশাহী, খুলনা ও রংপুর জোনে বিদ্যুৎ সরবাহ বন্ধ রয়েছে।
আজকের বাজার:এলকে/এলকে/২রা মে,২০১৭