দেশে রেকর্ড ১২ হাজার ২১৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। মঙ্গলবার রাত ৯টায় বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ডের মাইলফলকে পৌঁছায় বাংলাদেশ।
এ জন্য সর্বোচ্চ পরিমাণ গ্যাস সরবরাহ করতে হয়েছে এবং একই সঙ্গে তেলচালিত সব কেন্দ্র চালু রাখতে হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের জনসংযোগ কমকর্তা মীর আসলাম উদ্দিন।
এদিকে পিডিবি জানায়, মঙ্গলবার রাতে দেশে যতো মেগাওয়াট বিদ্যুতের চাহিদা ছিল, তত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। এজন্য কোথাও কোনো লোডশেডিং হয়নি।
এর আগে সর্বোচ্চ পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয় গেল ২৪ এপ্রিল। ওইদিন ১২ হাজার ৫৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল।
আজকের বাজার/এমএইচ