জাতীয় সংসদে আজ বিদ্যুৎ, জ্বালানি দ্রুত সরবরাহ (বিশেষ বিধান) (সংশোধন) বিল, ২০২১ উত্থাপন করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিলটি উত্থাপন করেন। বিদ্যমান আইনে দ্রুত বিদ্যুৎ সরবরাহ নিশ্চতের বিশেষ বিধান, বিশেষ করে দায়মুক্তির বিধানের মেয়াদ চলতি বছরের অক্টোবরে শেষ হয়ে যাবে। উত্থাপিত বিলে এ মেয়াদ আরো ৫ বছর বৃদ্ধির প্রস্তাব করা হয়।
পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।
এছাড়া আজ সংসদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুর্নগঠন করা হয়েছে। চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিল পুর্নগঠনের প্রস্তাব আনেন। কমিটিতে সিলেট থেকে উপনির্বাচনে নির্বাচিত হাবিবুর রহমানকে নতুন করে এ কমিটির সদস্য করা হয়েছে।
আজ সংসদে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম রিপোর্ট উপস্থাপন করা হয়েছে। কমিটির সভাপতি মুজিবুল হক রিপোর্ট উপস্থাপন করেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান