বিদ্যুৎ বিল কমাতে করণীয়

বিদ্যুৎ ব্যবহারের সময় আমরা ভুলে যাই প্রতিমুহূর্তে মিটার উঠছে। ভুলে যাই, সাধারণ কিছু নিয়ম মেনে চললেই কমতে পারে বিদ্যুতের বিল। কী করে? রইল তারই উদাহরণ…

# বাল্ব বা টিউব লাইট নিয়মিত পরিস্কার করুন।

# লোডশেডিংয়ের সময় সমস্ত ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স প্লাগ থেকে খুলে রাখুন। না হলে কারেন্ট এলে এক ঝটকায় বিল চড়চড় করে বাড়বে।

# যদিও আজকালকালকার মডার্ন ফ্ল্যাটে কনসোল ওয়্যারিং, বদলাতে হলে অনেক ঝঞ্জাট! দেওয়াল চটিয়ে ওয়্যারিং পালটাতে হয়! কিন্তু তাও, ১০ বছর বাদে বাদে নতুন ওয়্যারিং করা দরকার।

# ওয়্যারিং করার সময় ভালো তার ব্যবহার করুন। কারেন্ট কম পুড়বে।

# ফ্রিজের দরজা বাড়ে বাড়ে খুলবেন না। এতে কারেন্ট অনেক বেশি পোড়ে।

# ফ্রিজের নীচে বা পিছনে থাকা কন্ডেনসার কয়েলটি ভ্যাকিউম ক্লিন করুন। ময়লা জমে থাকলে, ইলেকট্রিক বিল প্রায় ২৫ শতাংশ বেড়ে যায়।

# টিভি, কম্পিউটার কখনোই স্ট্যান্ড বাই মোড-এ রাখবেন না। চলাকালীন যত না কারেন্ট পোড়ে, এই অবস্থায় রাখলে তার থেকে ৯০ শতাংশ বেশি বিদ্যুৎ খরচ হয়।

# বাড়িতে আলোর ব্যবস্থা বদলে ফেলুন। যে-ঘরে একটা টিউবে চলে যায়, সেই ঘরে একটা ১৮ পাওয়ারের সিএফএল লাগিয়ে নিন। যে জায়গায় পর্যাপ্ত আলোর প্রয়োজন নেই, সেখানে ৮ থেকে ৯ ভোল্টের আলো লাগান। এলইডি বালবও ব্যবহার করতে পারেন।

এস/