রোববার ১১ ফেব্রুয়ারি রাজধানীর সিরডাপে 'বিদ্যুৎ সাশ্রয়' বিষয়ক প্রচারণার উদ্বোধন অনুষ্ঠানে এ পরামর্শ দেন তিনি। সরকারের লক্ষ্য পুরণে বিদ্যুৎ খাত আরও এগিয়ে নিতে সবার সহযোগিতাও কামনা করেন, ড. তৌফিক।
তিনি বলেন, কৃষি ও শিল্প খাতের মতো যে খাত গুলোতে বেশি পরিমাণে বিদ্যুৎ ব্যবহৃত হয় সে সব খাতে বিদ্যুৎ ব্যবহারে সচেতন ও সাশ্রয়ী হতে হবে।
এ সময় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, জনগণকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা দেয়াই সরকারের মূল লক্ষ্য। বিল্ডিং কোড অনুসরণসহ বিদ্যুৎ খাতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমেই বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব বলেও জানান প্রতিমন্ত্রী।
আজকের বাজার : আরএম/১১ ফেব্রুয়ারি ২০১৮