গণপ্রাজাতন্ত্রী কঙ্গো সীমান্তে রুয়ান্ডার অন্তত দুই সৈন্য নিহত হয়েছে। বিদ্রোহীরা কঙ্গো থেকে সীমান্ত পাড়ি দিয়ে রুয়ান্ডায় হামলা চালায়।
শুক্রবার দেশটির প্রেসিডেন্ট পল কাগামে একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
রুয়ান্ডার সেনাবাহিনী ৯ ডিসেম্বররের এই হামলার জন্য দেশটির পূর্বাঞ্চলীয় হুতু বিদ্রোহী গোষ্ঠী ডেমোক্র্যাটিক ফোর্স ফর দ্য লিবারেশন অব রুয়ান্ডা (এফডিএলআর)-কে দায়ী করেছে।
এক সংবাদ সম্মেলনে কাগামে বলেন, ‘ডিআরসি থেকে একদল বিদ্রোহী আমাদের সৈন্যদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায়। এতে দুই থেকে তিন জন সৈন্য নিহত হয়েছে বলে আমার ধারণা।’
তিনি আরো বলেন, ‘উভয়পক্ষের সংঘর্ষে বিপুল সংখ্যক বিদ্রোহী নিহত হয়েছে। ডিআরসিতে তাদের মিত্ররা লাশগুলো নিয়ে গেছে। আমরা এ ব্যাপারে কঙ্গো কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি।’
২০০০ সালে গঠিত এফডিএলআর এর বেশ কয়েকজন নেতা ১৯৯৪ সালে রুয়ান্ডায় গণহত্যার সঙ্গে জড়িত। হুতু সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রিত সরকার ওই সময় জাতিগত তুৎসি জনগোষ্ঠির হাজার-হাজার লোককে হত্যা করে।