ইথিওপিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত টাইগ্রে অঞ্চলের কর্তৃপক্ষ রোববার এক বার্তায় অস্ত্রবিরতি মেনে চলার ঘোষণা দিয়েছে।
যুদ্ধবিধ্বস্ত দেশটির উত্তরাঞ্চলে লড়াই তীব্র হওয়ার প্রেক্ষাপটে কর্তৃপক্ষ এমন ঘোষণা দিল।
এদিকে আফ্রিকান ইউনিয়ন অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।
এছাড়া টাইগ্রে’র উত্তরপশ্চিমাঞ্চলীয় শিরে নগরীর পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। এক লাখ জনসংখ্যা অধ্যুষিত শহরটিতে ইথিওপিয়ান ও ইরিত্রিয়ান বাহিনীর যৌথ অভিযানের প্রেক্ষিতে বেসামরিক হতাহতের খবর পাওয়া যাচ্ছে।
আফ্রিকান ইউনিয়নের কমিশনের প্রধান মুসা ফাকি মাহমাত রোববার যুদ্ধরত দলগুলোকে চুক্তি মোতাবেক দক্ষিণ আফ্রিকায় সরাসরি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।
তিনি এক বিবৃতিতে অবিলম্বে নিঃশর্ত অস্ত্রবিরতি এবং মানবিক সরবরাহ পুনরায় শুরুর জন্যে দৃঢ় আহ্বান জানিয়েছেন।
এ প্রেক্ষিতে টাইগ্রে কর্তৃপক্ষ এই বিবৃতিকে স্বাগত জানিয়ে বলেছে, আন্তর্জাতিক সমর্থিত অস্ত্রবিরতিকে তারা সম্মান জানাবে।
এক বিবৃতিতে তারা আরো বলেছে, আমরা শত্রুতা বন্ধে অবিলম্বে অস্ত্রবিরতি মেনে চলতে প্রস্তুত।
একইসঙ্গে তারা ট্রাইগ্রে অঞ্চল থেকে সেনা প্রত্যাহারে ইরিত্রীয় সেনাবাহিনীকে বাধ্য করতে এবং ইথিওপিয়ান সরকারকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।
তবে ইথিওপিয়ান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, বিদ্রোহীরা ২০২১ সালের জুনে সরকারি বাহিনীকে হটিয়ে টাইগ্রে অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়।