চায়না ইস্টার্নের যাত্রীবাহী বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ব্ল্যাকবক্সটি উদ্ধার করা হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া রোববার এ খবর জানিয়ে বলেছে, চায়না ইস্টার্ন ফ্লাইট এমইউ৫৭৩৫ থেকে দ্বিতীয় ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে।
বিমানটি কুমিং ও গুয়াংঝু শহরের মধ্যে যাতায়াত করতো। এই বিমান ১৩২ আরোহী নিয়ে সোমবার বিধ্বস্ত হয়। আরোহী সকলেই প্রাণ হারায়।