ইরানের ৬৫ আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়া যাত্রীবাহী বিমানের সন্ধান পেয়েছে উদ্ধারকারী দল। সোমবার সকালে ইরানের দক্ষিণাঞ্চলের মাউন্ট ডেনা এলাকায় পৌঁছায় উদ্ধারকর্মীরা। এর আগে আবহাওয়া অনুকূলে না থাকায় উদ্ধারকাজ ব্যহত হয়। এখানেই বিধ্বস্ত বিমানটির সন্ধান মেলে
রোববার ইরানের দক্ষিণে পার্বত্য শহর সেমিরমের কাছে বিমানটি বিধ্বস্ত হলে আরোহীদের সবাই নিহত হয়। শুরুতে ৬৬ বলা হলেও পরে আরোহীর সংখ্যা ৬৫ বলে নিশ্চিত করা হয়।
রাজধানী তেহরান থেকে ইয়াসুজ শহরে যাচ্ছিল এ টিআর সেভেন টু-ফাইভ জিরো জিরো যাত্রীবাহী ফ্লাইটি। এসেমান এয়ারলাইন্সের দুই ইঞ্জিনের টার্বোপ্রোপ বিমানটি কম দূরত্বের যাত্রা পরিচালনা করে। বিমানের ব্ল্যাকবক্স পাওয়া গেলে দুর্ঘটনার কারণ জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আরএম