বিধ্বস্ত বিমানে ছিলেন রাগীব-রাবেয়া মেডিকেলের ১৩ শিক্ষার্থী

নেপালের কাঠমুন্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকালে বাংলাদেশি এয়ারলাইন্স ইউএস বাংলার বিধ্বস্ত হওয়া বিমানে ছিলেন সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের ১৩ শিক্ষার্থী। তারা সবাই নেপালের নাগরিক। কলেজের ছুটিতে নিজেদের দেশে বেড়াতে গিয়েছিলেন তারা।

এই শিক্ষার্থীরা হলেন, সঞ্জয় পৌডেল, সঞ্জয়া মহারজন, নেগা মহারজন, অঞ্জলি শ্রেষ্ঠ, পূর্নিমা লোহানি, শ্রেতা থাপা, মিলি মহারজন, শর্মা শ্রেষ্ঠ, আলজিরা বারাল, চুরু বারাল, শামিরা বেনজারখার, আশ্রা শখিয়া ও প্রিঞ্চি ধনি।

মেডিকেল কলেজের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, এদের মধ্যে একজন নিহত ও ছয়জন আহত হওয়ার খবর পেয়েছেন তারা। বাকীদের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।

আরএম/