প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন। শনিবার ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান বক্তব্য দেন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ২০১০ সাল থেকে নতুন বছর শুরুর আগেই শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে উৎসবের মাধ্যমে বই তুলে দিচ্ছি আমরা। আমাদের এই বই বিতরণের বিষয়টি আন্তর্জাতিকভাবে আলোচিত ও প্রশংসিত। কারো এ বিষয়ে দ্বিধার রাখার প্রয়োজন নেই যে বই পাবে না। আমরা ইতোমধ্যে দেশের সব স্কুলে নতুন বই পাঠিয়ে দিয়েছি। কাজেই সবাই বছরের প্রথম দিনই বই হাতে পাবে।
তিনি বলেন, ছোটখাট কিছু ত্রুটি থাকে আমাদের। তবে আমরা তা সংশোধন করে নেই। বাংলা ও ইংরেজি ভাষা ছাড়াও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পাঁচটি ভাষায়ও এবার বই প্রকাশ করা হয়েছে।
এদিকে বই বিতরণ কর্মসূচির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী হাতে জেএসসি ও জেডিসি এবং সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষার ফলাফল হস্তান্তর করা হয়।
নতুন বছরের প্রথম দিন সারা দেশে শুরু হবে ‘জাতীয় পাঠ্যপুস্তক উৎসব’। এই শিক্ষাবর্ষে ১০,৭০,৯৬৬ জন শিক্ষার্থী বেড়ে যাওয়ার ফলে অতিরিক্ত ৭১,৯৩,৩৬৯টি পাঠ্যবই মুদ্রণ করা হয়েছে।
অপরদিকে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, ইবতেদায়ী, দাখিল ভকেশনাল, এসএসসি ভকেশনাল, ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠী এবং দৃষ্টিপ্রতিবন্ধী ৪ কোটি শিক্ষার্থীকে মোট ৩৫,৪২,৯০,১৬২টি পাঠ্যবই বিতরণ করা হবে।
আজকের বাজার : এলকে/ ৩০ ডিসেম্বর ২০১৭