এবার ফোর্থ জেনারেশন পুরাতন আইপ্যাডের বদলে পাওয়া যাবে আইপ্যাড এয়ার ২। এজন্য কোনো অর্থ খরচ করতে হবে না। অ্যাপল স্টোর আর অ্যাপলের অনুমোদিত পরিসেবাদাতাদের কাছ থেকে এই আইপ্যাড বদল করা যাবে।
আইপ্যাড এয়ার ২-এর একটি সোনালি রংয়ের ভার্সন ইতিমধ্যে পাওয়া যাচ্ছে। এতে থাকছে ৩২ জিবি আর ১২৮জিবি স্টোরেজ, শুরুতে এর ১৬জিবি আর ৬৪জিবি ভার্সন থাকলেও তা এখন আর বাজারে ছাড়ছে না অ্যাপল এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। এ কারণে গ্রাহকরা তার আইপ্যাড বদলাতে গেলে নতুন আর বাড়তি মতাসম্পন্ন ডিভাইসের সঙ্গে বাড়তি স্টোরেজও পেতে পারেন।
এই বছর ৫ জুন নিজেদের সবচেয়ে বড় সম্মেলন ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স (ডাব্লিউডাব্লিউডিসি)-এর আসন্ন আয়োজনের তারিখ ঘোষণা করেছে অ্যাপল। এ অনুষ্ঠানে সংস্থাটি আইওএস ১১ আর ম্যাক ওএস-এর একটি নতুন ভার্সন প্রকাশ করতে যাচ্ছে।
এছাড়াও থাকছে অ্যাপল এর একগুচ্ছ চমক। এ বছর আইপ্যাড প্রো-এর সেকেন্ড ভার্সন আনা হবে। এবারও ১২.৯ এবং ৯.৭ দুইটি মাপে আসবে আইপ্যাডটি। এর পাশাপাশি সম্পূর্ণ নতুন মাপের আরেকটি আইপ্যাড আনা হতে পারে। নতুন এই ডিভাইসটির স্ক্রিন সাইজ হতে পারে ১০ থেকে ১০.৫ ইঞ্চি।
আজকেরবাজার: আরআর/ ২৪.০৪.২০১৭