উচ্চ মাধ্যমিকে উপবৃত্তি বিতরণে শিক্ষার্থীদের মধ্যে ২ লাখ ২৩ হাজার ‘বর্ণমালা’ প্যাকেজের সিম বিনামূল্যে বিতরণ করবে টেলিটক। এজন্য শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্প ও রাষ্ট্রায়ত্ব মোবাইল ফোন অপারেটর টেলিটকের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
রোববার ৭েমে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্পের প্রকল্প পরিচালক শ্যামা প্রসাদ বেপারী ও টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. গোলাম কুদ্দুস সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম উপস্থিত ছিলেন।
শ্যামা প্রসাদ বেপারী বলেন, বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে ২ লক্ষাধিক সিম পৌঁছে দেওয়া হবে এবং বায়োমেট্রিক পদ্ধতিতে চালু করা হবে। প্রতিটি সিমে বৃত্তি গ্রহণের জন্য ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলা হবে।’
প্রতিমাসে প্রতিটি সিমে ১০০ মিনিট ফ্রি টকটাইম, ৩০০ মেগাবাইট ফ্রি ইন্টারনেট ডাটা দেওয়া হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘উচ্চ মাধ্যমিকে আমরা ৪০ শতাংশ মেয়েকে ও ১০ শতাংশ ছেলেদের উপবৃত্তি দিচ্ছি। ২০১৪ সাল থেকে এ প্রকল্প শুরু হয়েছে, ২০১৭ সালে তা শেষ হবে। এটা আমরা বন্ধ করতে পারব না। অন্যভাবে হয়তো এটাকে হয়তো সম্প্রসারিত করতে হবে ও আমাদের এগিয়ে যেতে হবে।
উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্পের ব্যয় ৫১২ কোটি ৭৫ লাখ ৩৫ কোটি টাকা জানিয়ে মন্ত্রী বলেন, সবটাই সরকারি ব্যয়, কোন বিদেশি ঋণ বা সহযোগীতা এরমধ্যে নেই।
শিক্ষার্থীর পিতামাতার জমি, আয়ের পরিমাণ বিবেচনা করে উচ্চ মাধ্যমিকে উপবৃত্তি দেওয়া হয়। এছাড়া উপবৃত্তি পেতে ক্লাসে ৭৫ শতাংশ উপস্থিতি ও এ শিক্ষা সময়কালে বিয়ে না করার শর্ত দেওয়া হয়েছে বলেও জানান নুরুল ইসলাম নাহিদ।
টেলিটকের মাধ্যমে উপবৃত্তি পৌঁছানো হচ্ছে জানিয়ে নাহিদ বলেন, নগদ টাকা দেওয়ার যে ব্যবস্থা, সেটা এখন অচল। এ পদ্ধতিতে অনেক বিলম্ব ও দুর্নীতি হয়। আমরা ২০১৪-১৫ থেকে ২০১৫-১৬ অর্থবছরে ১০ লাখ ২১ হাজার ছেলে-মেয়েকে এই উপবৃত্তি দিয়েছি। এবার আমরা ৬ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেব।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, মাধ্যমিকে মায়ের হাসি প্যাকেজের প্রায় ১০ লাখ সিম টেলিটক বিনামূল্যে বিতরণ করেছে। উচ্চ মাধ্যমিকের উপবৃত্তির জন্য যে বিশেষ প্রকল্প, সেখানে লক্ষ্যমাত্রা হলো ২ লাখ ২৩ হাজার সিম বিনামূল্যে বিতরণ করা। এর মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমে যাবে। নানা রকম অনিয়ম রোধ করা সম্ভব হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক এস এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজকের বাজার: ০৭ মে ২০১৭