বিনামূল্যে হেলমেট বিতরণ করল পুলিশ

হেলমেট ব্যবহার করুন, পুলিশের হাত থেকে রেহাই পাওয়ার জন্য নয়, বাড়ি ফিরে পরিবারের সঙ্গে দেখা করার জন্য” এ স্লোগানকে সামনে রেখে বুধবার জেলা পুলিশের উদ্যোগে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়।

জেলা শহরের কেন্দ্রিয় মসজিদ চত্বর এলাকায় হেলমেট বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে জেলা পুলিশ। এখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির। অন্যান্যের মধ্যে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ট্রাফিক পুলিশ পরিদর্শক জামিরুল ইসলাম বক্তব্য রাখেন।

দর্ঘটনা রোধে মোটরসাইকেল চালকদের যানবাহন আইন মেনে চলাসহ হেলমেট ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করেন বক্তারা। অনুষ্ঠানে হেলমেট কিনতে পারেননি এমন ৫০ জন মোটরসাইকেল চালককে বিনামূল্যে একটি করে হেলমেট প্রদান করা হয়।

আজকের বাজার/লুৎফর রহমান