দেশে বিনা বিচারে কেউ যেন কারাগারে আটক না থাকে এবং কেউ যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয় সেদিকে নজর রাখার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ শনিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে এ আহবান জানান মন্ত্রী।
আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কারাবন্দিদের বিচার দ্রুত সময়ে শেষ করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। আধুনিক বিশ্বের মতো আইনি সহায়তায় চালু করা হয়েছে কল সেন্টার।
তবে আইনি সহায়তা কার্যক্রমের সফলতা জনগণের সচেতনতার ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেন আনিসুল হক।
তিনি বলেন, দরিদ্র ও নিরক্ষর জনগণ আইনি অধিকার নিয়ে তেমন একটা সচেতন নয়। দেশের প্রতিটি মানুষের আইনি অধিকার নিশ্চিত করতে সব শ্রেণি-পেশার মানুষের সচেতনতা বাড়ানোর তাগিদ দেন আইনমন্ত্রী।
এস/