পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
কোম্পানিগুলো হচ্ছে- স্ট্যান্ডার্ড সিরামিক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, রংপুর ফাউন্ডারি ও এএমসিএল প্রাণ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, স্ট্যান্ডার্ড সিরামিকের নগদ লভ্যাংশ গত ১৫ জানুয়ারি বিইএফটিএনের মাধ্যমে পাঠানো হয়েছে। আর ফোলিও হিসাবধারীদের লভ্যাংশ আজ ১৭ জানুয়ারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়েছে।
অলিম্পিক ইন্ডাস্ট্রিজের নগদ লভ্যাংশ বিইএফটিএনের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।
রংপুর ফাউন্ডারি ও প্রাণের নগদ লভ্যাংশ আজ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। আর ফোলিও হোল্ডারদের লভ্যাংশ আগামী ১৯ জানুয়ারি কোম্পানির রেজিস্ট্রাড অফিসে (প্রাণ-আরএফল সেন্টার,মিডল বাড্ডা) বিতরণ করা হবে।
সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত লভ্যাংশ সংগ্রহ করা যাবে। আর যারা লভ্যাংশ সংগ্রহ করতে ব্যার্থ হবে, তাদের লভ্যাংশ ২১ জানুয়ারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে।
উল্লেখ্য, সমাপ্ত হিসাব বছরে স্ট্যান্ডার্ড সিরামিক ২ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ৪৮ শতাংশ নগদ, রংপুর ফাউন্ডারি ২৩ শতাংশ নগদ ও এএমসিএল প্রাণ ৩২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।