বিনিয়োগকারীদের প্রশিক্ষণ দিল লংকাবাংলা ইনভেস্টমেন্টস

বিনিয়োগকারীদের প্রশিক্ষণ দিয়েছে পুঁজিবাজারের অন্যতম মার্চেন্ট ব্যাংক লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড। বিএসইসির ফিন্যান্সিয়াল লিটারেসি কার্যক্রমের আওতায় তারা এই প্রশিক্ষণ দেয়।

৪ জুলাই মঙ্গলবার প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় মতিঝিলে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানটির বিনিয়োগকারী এবং কর্মকর্তারা।

বিনিয়োগকারীদের পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি,স্থিতিশীল পুঁজিবাজার গঠনে ভূমিকা রাখার পাশাপাশি বাজারের কর্মকাণ্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যে শ্যে প্রতিষ্ঠানটি এই প্রশিক্ষণের আয়োজন করে।

সেমিনারে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার হাসান জাভেদ চৌধুরী। এবং সেমিনার সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির গবেষণা বিভাগের প্রধান সৈয়দ এনায়েত হোসেন।

উল্লেখ, চলতি বছরের ৮ জানুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন ভবন ও দেশব্যাপী ফিন্যান্সিয়াল লিটারেসি কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজকের বাজার: এলকে/এলকে ৫ জুলাই ২০১৭