বিনিয়োগকারীদের সচেতনতার জায়গা শাণিত হয়েছে-বিএসইসি

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম এবং কর্মশালার মাধ্যমে বিনিয়োগকারীদের সচেতনতার জায়গা শাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. খায়রুল হোসেন। তিনি আরো বলেন, বিনিয়োগের আগে বুঝে,শুনে করতে পারলে পুঁজিবাজারে সফলতা অর্জন করা সম্ভব।

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ, ২০১৭ উপলক্ষ্যে আয়োজিত ৭ দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খায়রুল হোসেন বলেন, আমার আর ৬-৭ মাস সময় আছে। যাওয়ার আগে বিশ্বব্যাপী বিনিয়োগকারী সপ্তাহে সব স্টেইকহোল্ডারদের ব্যাপক সাড়া পেয়েছি। এমন সাড়া পেয়ে আমি ধন্য হলাম,আমি ধন্য হলাম।

তিনি বলেন, এই কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে বাজারে গতি ফেরানোর জন্য নানা ধরনের সংস্কার করা হয়েছে। সবার সহযোগীতার ফলেই এটি সম্ভব হয়েছে। আমি চলে গেলও এর ধারাবাহিকতা বজায় থাকবে বলে আমি বিশ্বাস করি। বিএসইসির চেয়ারম্যান আরও বলেন, আগামী বছর বিএসইসির ২৫ বছর পূর্তি হবে। এই পূর্তি উপলক্ষ্যে আন্তর্জাতিকভাবে সেমিনারের আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেমিনারে থাকবেন বলে আশা রয়েছে।

সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার, ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান, দুই স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, বিআইসিএম, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন (বিএমবিএ), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ), সিএফএ সোসাইটি এর সভাপতিসহ অন্যান্যা প্রতিনিধি এবং বাজার সংশ্লিষ্ট বিভিন্ন সিকিউরিটিজ হাউজ,মার্চেন্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আজকের বাজার:এলকে/এলকে ৮ অক্টোবর ২০১৭