বিনিয়োগ কমেছে প্রাইম ব্যাংকের

পুঁজিবাজারে  প্রাইম ব্যাংকের বিনিয়োগ কমেছে ৭২ শতাংশ। আগের বছরের ৩১ ডিসেম্বরের তুলনায় চলতি বছরের ৩০ সেপ্টেম্বর এই বিনিয়োগ কমেছে।

ব্যাংকটির দেয়া আর্থিক হিসাব থেকে পা্ওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩০ সেপ্টেম্বরে পুঁজিবাজারের ৩ কোম্পানিতে প্রাইম ব্যাংকের বিনিয়োগ রয়েছে ৮ কোটি ৪২ লাখ টাকা। যার পরিমাণ গত ৩১ ডিসেম্বর ১১ কোম্পানিতে ছিল ২৯ কোটি ৭০ লাখ টাকা। এ হিসাবে বিনিয়োগ কমেছে ২১ কোটি ২৮ লাখ টাকা বা ৭২ শতাংশ।

প্রাইম ব্যাংকের চলতি বছরের ৩০ সেপ্টেম্বরে ডেসকো, ন্যাশনাল ব্যাংক ও উত্তরা ব্যাংকে মোট ৮ কোটি ৪২ লাখ টাকা বিনিয়োগ রয়েছে। এরমধ্যে ডেসকোতে ১ কোটি ৯৩ লাখ টাকা, ন্যাশনাল ব্যাংকে ২ কোটি ৮০ লাখ টাকা ও উত্তরা ব্যাংকে ৩ কোটি ৭০ লাখ টাকা বিনিয়োগ রয়েছে।

আজকের বাজার:এসএস/এলকে ৬ ডিসেম্বর ২০১৭