অতি বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ব্রক্ষপুত্র, যমুনা, ধরলা , টাঙ্গন, সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াইসহ ১৭টি নদ-নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে বন্যা সৃষ্টি হওয়ায় বিপাকে পড়েছেন উত্তরাঞ্চলের মানুষ।
এদিকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর সূত্রে ভারী বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানানো হয়েছে। আরও দুইদিন বিভিন্ন নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে। ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ী এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের আশঙ্কা রয়েছে।
ধরলা নদীর কুড়িগ্রাম পয়েন্ট দিয়ে পানি বিপদসীমার ১১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ৬০ সেন্টিমিটার উপরে; ব্রহ্মপুত্রে চিলমারিতে ২৫ সেন্টিমিটার; যমুনার বাহাদুরবাদে ৬৪ সেন্টিমিন্টার; সারিয়াকান্দিতে ৪৩ সে.মি.; টাঙ্গনে ৮১ সে.মি.; আত্রাইয়ের ভুবনেশ্বরে ৭৩; পুনর্ভবার দিনাজপুরে ৬৮ সে.মি. উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
এছাড়া সুরমার কানাইঘাটে পানি বিপদসীমার ১০৬ সে.মি., সিলেট পয়েন্টে ২৭ সে.মি., সুনামগঞ্জে ৮১ সে.মি., কুশিয়ারার শেওলায় ৬৪ সে.মি., খোয়াইয়ের হবিগঞ্জ পয়েন্টে ৭০ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা ও পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী, নদ-নদীর ৯০টি পর্যবেক্ষণাধীন স্টেশনের মধ্যে ১৩ আগস্ট রোববার সকাল ৯টায় ২৫টি পয়েন্ট দিয়ে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
আজকের বাজার: এমএম/ ১৩ আগস্ট ২০১৭