উজানের ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে ডালিয়া পয়েন্টে তিস্তায় হঠাৎ করে পানি বৃদ্ধি পেয়েছে। আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে তিস্তা নদীর পানি বিপদসীমার মাত্র ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে
পরিস্থিতি স্বাভবিক রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি স্লুইস গেটের সবকটি খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)
পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভশনের নির্বাহী প্রকৌশলী আব্দুলাহ আল মামুন জানান, গত দুই দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তিস্তায় বন্যা দেখা দিয়েছে।
এলাকার লোকজন আতঙ্কে দিনযাপন করছে। কখন যে বাড়ি-ঘর সরাতে হবে এর ঠিক নেই। নিচু অঞ্চল ও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। যে কোনো সময় লোকালয়ে পানি প্রবেশ করতে পারে।
আজকের বাজার/লুৎফর রহমান