বিশ্বকাপের পর শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ খেলেছেন দেশসেরা ওপেনার তামিক ইকবাল খান। এরপর ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে (বাংলাদেশ-আফগানিস্তান ও জিম্বাবুয়ে) ছিলেন বিশ্রামে। সবশেষ ভারত সফরে ব্যক্তিগত কারণে যেতে পারেননি। তবে সুখবর হচ্ছে- লম্বা এই বিরতি শেষে অনুশীলনে ফিরেছেন চট্টগ্রামের ছেলে তামিম।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মিরপুরে ব্যাট হাতে অনুশীলন করতে দেখা গিয়েছে তামিমকে। অনুশীলনে তামিমের সঙ্গে ছিলেন ঢাকা প্লাটুনের হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
গুরু সালাহউদ্দিনে সঙ্গে এ বাঁহাতি ওপেনার করলেন মজার একটি সেশন। যেখানে বোলারের ভূমিকায় ছিলেন কোচ নিজেই। আর আম্পায়ারের ভূমিকায় টেস্ট অধিনায়ক মুমিনুল হক আর ব্যাটসম্যান তামিম।
আসন্ন বঙ্গবন্ধু বিপিএলে ঢাকা প্লাটুনের হয়ে মাঠে ফিরবেন তামিম। ষষ্ঠ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে শিরোপা জিতেছিলেন তিনি; এবার ঢাকার হয়ে ফিরতে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন তামিম।
আজকের বাজার/আরিফ