বিপিএলেই ফিরবেন মুস্তাফিজ

পুরো দেশ যখন টি-২০ উৎসবের আমেজে, মুস্তাফিজুর রহমান তখন ইনজুরিকে সঙ্গী করে সময় পার করছেন। দক্ষিণ আফ্রিকা সফরে গা-গরমের ফুটবল অনুশীলনের সময় পাওয়া চোট তাকে কয়েকদিনের জন্য মাঠের বাইরেঠেলে দিয়েছে ।
কবে ফিরবেন তিনি এ নিয়ে রয়েছে ধোঁয়াশা। স¤প্রতি কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, পুরো বিপিএল মিস করতে হতে পারে মুস্তাফিজকে। তবে মুস্তাফিজের এই শঙ্কা কমিয়ে দিলেন বিসিবি একাডেমির ফিজিও বায়েজীদুল ইসলাম। তিনি বলেন, ‘আপাতত ওর ব্যাপারে কিছু বলা সম্ভব নয়। আগামী সপ্তাহে বোঝা যাবে কতদিনের মধ্যে মাঠে ফিরতে পারবে। পুরো বিপিএল মিস হওয়ার কোনও কারণ নেই। হয়তো শুরুর দিকে কয়েকটি ম্যাচ মিস হবে।’
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ম্লান পারফরমেন্সের প্রসঙ্গে মুস্তাফিজ জানান, তার প্রত্যাশা- ভবিষ্যতে প্রোটিয়াদের বিপক্ষে তাদের মাটিতেই ভালো করবে বাংলাদেশ, ‘কিছু সমস্যা তো হয়েছেই। কন্ডিশন সম্পূর্ণ আলাদা ছিল। ওখানে খেলার অভিজ্ঞতা একেবারেই নেই। তবে বলের গতি কিছুটা বেড়েছে বলে আমি সন্তুষ্ট। এবার কিছু বল পরিকল্পনা অনুযায়ী করতে পারিনি। আশা করি, ভবিষ্যতে পারবো।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগ মুহূর্তে অনুশীলনে নামার আগে গা গরমের সময় ফুটবল খেলতে গিয়ে পা মচকে যায় কাটার মাস্টার খ্যাত পেসার মুস্তাফিজুর রহমানের। এতে ওয়ানডে ও টি-২০ সিরিজ বাদ দিয়ে দেশে ফিরে আসতে হয় তাকে। দলের সেরা বোলারকে ছাড়া খেলতে বাংলাদেশের সমস্যা তো হচ্ছেই, মুস্তাফিজকে ছাড়া খেলতে অসুবিধা হবে বিপিএলে তার দল রাজশাহী কিংসেরও।
আজকের বাজার: সালি / ৩০ অক্টোবর ২০১৭