ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আর মাত্র এক দিন পরই মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের পঞ্চম আসর। এবারের টি-টুয়েন্টি টুর্নামেন্টে মোট ৭টি দল অংশ নিচ্ছে। এবারের আসরে মোট ৬৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৪ নভেম্বর সিলেটে শুরু হবে এবং ১২ ডিসেম্বর ঢাকায় ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে বিপিএলের পঞ্চম আসর।
বিপিএলের পঞ্চম আসরের ম্যাচগুলো ৩ পর্বে ৩টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের ম্যাচগুলো ৪ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্য্ন্ত সিলেটে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্বের ম্যাচগুলো ১১ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্য্ন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে। তৃতীয় পর্বের ম্যাচগুলো ২৪ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্য্ন্ত চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। আর শেষ পর্বের ম্যাচগুলো ২ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্য্ন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে। আর ১২ ডিসেম্বর ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় এ আসরটি।
এবারের আসরে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে- ঢাকা ডায়নামাইটস, রাজশাহী কিংস, চিটাগাং ভাইকিংস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, খুলনা টাইটান্স, রংপুর রাইডার্স, সিলেট সিক্সার্স।
আজকের বাজার: সালি / ০৪ অক্টোবর ২০১৭