মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসর। এর আগে অনুষ্ঠিত হয়েছে চারটি আসর। ওই সব আসরে হয়েছে অনেক রেকর্ড। সেসব রেকর্ডগুলো তুলে ধরা হল।
চ্যাম্পিয়ন: ২০১২ ও ২০১৩ সালে বিপিএলের প্রথম দুই আসরে চ্যাম্পিয়ন হয় ঢাকা গ্লাডিয়েটর্স। তৃতীয় আসরে প্রথমবারের মতো শিরোপা জয় করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গত বছর শিরোপা জয় করে ঢাকা ডায়নামাইটস।
সর্বোচ্চ দলীয় রান : সর্বোচ্চ দলীয় রান ২১৭। ২০১৩ সালে রংপুর রাইডার্সের বিপক্ষে ৪ উইকেটে এই রান করেছিলো ঢাকা গ্ল্যাডিয়েটর্স।
সর্বনিম্ন দলীয় রান: গত আসরে খুলনা টাইটান্সকে ৪৪ রানে অলআউট করেছিল রংপুর রাইডার্স। এটিই এখন পর্যন্ত সর্বনিম্ন রান।
রানের হিসাবে বড় জয়: ২০১৩ সালের আসরে চট্টগ্রাম ভাইকিংস ১১৯ রানে হারিয়েছিল সিলেট রয়্যালসকে। এটিই এখন পর্যন্ত সবচেয়ে বেশি রানে জয়।
উইকেটের হিসেবে বড় জয়: বিপিএলে দশ উইকেটে জয়ের রেকর্ড রয়েছে দুইটি। বরিশাল হারিয়েছিল সিলেট রয়্যালসকে এবং চট্টগ্রাস ভাইকিংস হারিয়েছিল সুপার স্টার্সকে।
সর্বোচ্চ রান: বিপিএলের চার আসর মিলিয়ে সবচেয়ে বেশি রান করেছেন মুশফিকুর রহিম। ৪৬ ম্যাচের ৪৩ ইনিংসে ১ হাজার ১৭২ রান করেছেন তিনি।
সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: বিপিএলের চতুর্থ আসরে বরিশাল বুলসের বিপক্ষে রাজশাহী কিংসের হয়ে ১২২ রানের ইনিংস খেলেছিলেন সাব্বির রহমান।
সবচেয়ে বেশি ছক্কা: ওয়েস্ট ইন্ডিজ মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল এখন পর্যন্ত ৬০টি ছক্কা হাঁকান।
সবচেয়ে বেশি সেঞ্চুরি: বিপিএলে চার আসর মিলিয়ে সেঞ্চুরি হয়েছে ৯টি। এর মধ্যে ক্রিস গেইল সর্বোচ্চ ৩টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। এছাড়া একটি করে সেঞ্চুরি রয়েছে মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফিস, সাব্বির রহমান, ডোয়াইন স্মিথ, আহমেদ শেহজাদ ও এভিন লুইসের।
সবচেয়ে বেশি উইকেট: ৪৮ ম্যাচে অংশ নিয়ে সর্বোচ্চ ৬১টি উইকেট নিয়েছেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান।
এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেট: বিপিএলের তৃতীয় আসরে বরিশাল বুলসের ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় কেভন কুপার ২২ উইকেট নিয়েছিলেন। এটিই এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেট।
সেরা বোলিং পরিসংখ্যান: ৬ রানে ৫ উইকেট নিয়ে বিপিএলের সেরা বোলিং ফিগার দুরন্ত রাজশাহীর পাকিস্তানের মোহাম্মদ সামির। বিপিএলের প্রথম আসরে ঢাকা গ্লাডিয়েটর্সের বিপক্ষে ৬ রানে ৫ উইকেট নেন।
উইকেটরক্ষক হিসেবে সবচেয়ে বেশি ডিসমিসাল: ৪৬ ম্যাচে ৪২ ডিসমিসাল নিয়ে উইকেটরক্ষক হিসেবে সবচেয়ে বেশি ডিসমিসাল মুশফিকুর রহিমের।
এক মৌসুমে সবচেয়ে বেশি ডিসমিসাল: বিপিএলের চতুর্থ আসরে ১৩ ম্যাচে ১৮ ডিসমিসাল করেছিলেন ঢাকা ডায়নামাইটসের শ্রীলংকার খেলোয়াড় কুমার সাঙ্গাকারা।
সর্বোচ্চ ক্যাচ: ৫১ ম্যাচে ২৭ ক্যাচ নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ।
এক মৌসুমে সর্বোচ্চ ক্যাচ: এক মৌসুমে সর্বোচ্চ ক্যাচ নিয়েছেন ঢাকা গ্লাডিয়েটর্সের ইংল্যান্ডের খেলোয়াড় ড্যারেন স্টিভেনস। বিপিএলের দ্বিতীয় আসরে ১২ ম্যাচে ১১ ক্যাচ নেন স্টিভেনস।
সর্বোচ্চ জুটি: খুলনা রয়্যাল বেঙ্গলসের নিউজিল্যান্ডের লু ভিনসেন্ট ও শাহরিয়ার নাফীস ১৯৭ রান করেন।
সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন: ৫১টি করে ম্যাচ খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও সাব্বির রহমান।
অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ: অধিনায়ক হিসেবে ৪৫টি করে ম্যাচ খেলেছেন মাশরাফি বিন মর্তুজা ও মাহমুদুল্লাহ রিয়াদ।
আম্পায়ার হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ: আম্পায়ার হিসেবে সর্বোচ্চ ৩৬ ম্যাচে দায়িত্ব পালন করেন এনামুল হক।
সুত্র: অর্থসূচক
আজকের বাজার: সালি / ০৫ নভেম্বর ২০১৭