চট্টগ্রাম পর্ব শেষে দুদিনের বিরতি দিয়ে গতকাল মাঠে গড়িয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ঢাকা পর্বের দ্বিতীয় ধাপে আজ মাঠে নামছে চারটি দল। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে কুমিল্লা ওয়ারিয়র্স ও রাজশাহী রয়্যালস। আর সন্ধ্যার ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে লড়াইয়ে নামবে সিলেট থান্ডার।
চলতি আসরে ২২তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে সবার ওপরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দ্বিতীয় স্থানে রাজশাহী রয়্যালস, তৃতীয় স্থানে খুলনা ও চতুর্থ স্থানে ঢাকা। আসরে এই চারটি দলই এখন পর্যন্ত সেরা পারফরম্যান্স করেছে। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে যথাক্রমে কুমিল্লা ওয়ারিয়র্স, সিলেট থান্ডার ও রংপুর রেঞ্জার্স। সিলেট ও রংপুর মাত্র একটিতে জিতেছে। নেট রানরেটের হিসেবে পিছিয়ে থাকায় তলানিতে অবস্থান করছে রংপুর।
এ দিকে, আজ দিনের প্রথম ম্যাচে কুমিল্লা-রাজশাহীর লড়াই হবে বেশ জমজমাট। পয়েন্ট টেবিলে দুই এবং পাঁচের লড়াই। দুইয়ে থাকা রাজশাহী অবশ্য জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আসরের ২০তম ম্যাচে কুমিল্লাকে হারিয়েছিল ৭ উইকেটে। আজ সৌম্য-সাব্বিরদের প্রতিশোধের ম্যাচ।
দিনের দ্বিতীয় ম্যাচটিও হবে বেশ বড় লড়াই। গতকাল রংপুরকে ৫২ হারে হারিয়ে ঢাকাকে সরিয়ে পয়েন্ট টেবিলের তিনে জায়গা করে নিয়েছে মুশফিকুরের খুলনা। আজ তাদের প্রতিপক্ষ সিলেট; যারা এই আসরে কেবল এক ম্যাচ জিতেছে।
চলতি আসরে সিলেটের এক জয় তাও এই খুলনার বিপক্ষে। আসরের ১৫তম ম্যাচে মুশফিকদের ৮০ রানের বড় ব্যবধানে হারিয়েছিল মোসাদ্দেক-মিঠুনরা। সেই জয়ই হয়ত আজ তাদের বাড়তি প্রেরণা জোগাবে।
আজকের বাজার/আরিফ