আগামী ৩ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলের পঞ্চম আসর। এবারের আসরকে ঘিরে একটু আগেভাগেই প্রস্তুতি শুরু করেছে টুর্নামেন্টের আয়োজক বিসিবি। ফলে দল গোছানোর জন্য ফ্র্যাঞ্চাইজিগুলো পাচ্ছে একটু বেশি সময়।
আর এই কারণে প্লেয়ার ড্রাফটের আগেই ইতোমধ্যে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে দলগুলো। এবারের অংশগ্রহণকারী সাতটি দলই নিলামের আগেই বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারকে দলভুক্ত করেছে।
নিলামের আগে সবচেয়ে বেশি বিদেশি খেলোয়াড় দলভুক্ত করেছে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও এর আগের আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সবচেয়ে কম ৬ জন বিদেশি খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে চিটাগাং ভাইকিংস।
একনজরে দেখে নেওয়া যাক বিপিএলের সাতটি দলে এখন পর্যন্ত নাম লেখানো বিদেশিদের তালিকা।
চিটাগাং ভাইকিংসঃ লুক রঞ্চি, লিয়াম ডসন, জীবন মেন্ডিস, জারমাইন ব্ল্যাকউড, সিকান্দার রাজা, দিলশান মুনাবীরা।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সঃ শোয়েব মালিক, হাসান আলী, ফাহিম আশরাফ, ইমরনা খান, ফখর জামান, জস বাটলার, কলিন মুনরো, ম্যারলন স্যামুয়েলস, মোহাম্মদ নবী, রাশিদ খান, অ্যাঞ্জেলো ম্যাথুস।
ঢাকা ডায়নামাইটসঃ কুমার সাঙ্গাকারা, শেন ওয়াটসন, শহিদ আফ্রিদি, মোহাম্মদ আমির, শাহিন শাহ আফ্রিদি, রভম্যান পাওয়েল, রন্সফোর্ড বিটন, এভিন লিউইস, সুনীল নারাইন, কেভন কুপার, গ্রায়েম ক্রেমার, ক্যামেরন ডেলপোর্ত।
খুলনা টাইটান্সঃ জুনাইদ খান, সরফরাজ আহমেদ, শাদাব খান, বেনি হাওয়েল, কার্লোস ব্রাফেট, চ্যাডউইক ওয়াল্টন, ক্রিস লিন, ডাবিড মালান, কাইল অ্যাবোট, রিলি রুশো, সিক্কুগে প্রসন্ন।
রাজশাহী কিংসঃ কেসরিক উইলিয়ামস, ল্যান্ডল সিমন্স, ড্যারেন সামি, ম্যালকম ওয়েলার, সামিট পেটেল, মোহাম্মদ সামি, জেমস ফ্রাঙ্কলিন।
রংপুর রাইডার্সঃ রবি বোপারা, ডেভিড উইলি, অ্যাডাম লিথ, জনসন চার্লস, ক্রিস গেইল, স্যামুয়েল বদ্রি, থিসারা পেরেরা, কুশাল পেরেরা।
সিলেট সিক্সার্সঃ রস হোয়াইটেলি, লিয়াম প্লাঙ্কেট, দাসুন শানাকা, ওয়ানিদু হাসারাঙ্গা, উসমান খান, বাবর আযম, আন্দ্রে ম্যাককার্থি, আন্দ্রে ফ্লেচার, ক্রিশমাই সান্টকি, ডেভি জ্যাকবস।
আজকের বাজার: সালি / ১৬ সেপ্টেম্বর ২০১৭