চলমান বিপিএলে মাঠে উপস্থাপনা পরিণত হয়েছে হাস্য-রসের বিষয় হিসেবে। প্রতি ম্যাচেই উপস্থাপিকাদের উদ্ভট প্রশ্ন জন্ম দিচ্ছে হাসির, কখনোবা সেটি হয়ে উঠছে বিব্রতকর। তেমনই কিছু প্রশ্নে বেশ বিব্রতকর অবস্থায় পড়েছেন খুলনা টাইটান্সের বাংলাদেশি ক্রিকেটার মুক্তার আলী।
বিপিএলের শুরুর দিকে ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটান্সের মধ্যকার ম্যাচের ফাঁকে একজন উপস্থাপিকা মুক্তারকে প্রশ্ন করেন ঠিক এভাবে-
— সিলেটের একটা ফেমাস জিনিস হচ্ছে সাত রঙের চাৃ খেয়েছেন কখনও?
— জি খেয়েছি।
— আচ্ছাৃ প্র্যাকটিসের পাশাপাশি খাচ্ছেন, নাকি খেলার পাশাপাশি খাচ্ছেন— কোনটা?
একই সময় করা আরেক প্রশ্নের নমুনা ছিল এই-
— খুলনা টাইটান্স এবং ঢাকা ডায়নামাইটস খেলছে। আপনি বিয়ে করেছেন?
— নাৃ
— কোথাকার মেয়েদের ভালো লাগে? খুলনা টাইটান্স নাকি ঢাকা ডায়নামাইটস?
মুক্তারকে উপস্থাপিকার করা এমন উদ্ভট প্রশ্ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় রসিকতা ও সমালোচনা। আর এ নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার।
সম্প্রতি বেসরকারি টেলিভিশন একাত্তর টিভিকে তিনি বলেন, ‘আমি ভাবিনি যে এ ধরণের কোনো প্রশ্ন করা হবে। আমি মনে করেছিলাম ক্রিকেটীয় কোনো প্রশ্ন করা হবে হয়ত। হঠাৎ করেই এ ধরণের প্রশ্ন করা হয়েছেৃ’
এমন প্রশ্ন শুনে তিনি অপ্রস্তুত হয়ে পড়েছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে মুক্তার বলেন, ‘আসলে আমাকে বলা হয়েছিল অন্য প্রশ্ন করা হবে। কিন্তু এরকম হঠাৎ করে প্রশ্ন করা হয়েছেৃ আমি বুঝতে পারিনি।’
একজন ক্রিকেটার হিসেবে ব্যাপারটিকে বিচার করে মুক্তার বলেন, ‘অবশ্যই এটা খারাপ। বিভিন্নজন বিভিন্নরকম কথা বলছে। আমাদের ক্রিকেট মাঠে ক্রিকেট প্রসঙ্গে কথা বললেই ভালো হয়। অন্য ব্যাপারে কথা না বলাটাই ভালো বলে মনে করি আমি। ফ্যামিলি থেকে তেমন কিছু বলেনি, তবে বন্ধুরা বলছিল যে খেলার মাঠে এ ধরণের প্রশ্ন করা উচিত হয়নি। আমার কাছের বন্ধুরা বলছিল- তুই উত্তর দিতে গেলি কেন? তুই বলতে পারতি- আপনি ক্রিকেট প্রসঙ্গে কথা বলেন।’
আজকের বাজার: সালি / ২০ নভেম্বর ২০১৭