বিপিএলে কোর গ্রুপ খেলোয়াড় ধরে রাখার পক্ষে তামিম

প্রতি মৌসুমে কোর গ্রুপ খেলোয়াড়দের ধরে রাখার জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) গভর্নিং কাউন্সিল প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে সুযোগ করে দিবে বলে মনে করেন ১১তম আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।

তার মতে, পুর্বের মৌসুমের চার-ছয় জেনের একটি কোর গ্রুপ ধরে রাখার ব্যবস্থা থাকা উচিত। এতে ফ্র্যাঞ্চাইজিগুলো সমর্থক গোষ্ঠী তৈরি করার সুযোগ পাবে।

গতকাল ফরচুন বরিশালের হয়ে টানা দ্বিতীয় বিপিএল শিরোপা জয়ের পর তামিম বলেন, ‘আমরা একটি সমর্থক গোষ্ঠী তৈরি করার জন্য কঠোর পরিশ্রম করেছি। প্রথম আসর থেকেই সবাই এটা চেয়ে আসছে, সব ফ্র্যাঞ্চাইজির একটি সমর্থক গোষ্ঠী হোক।’

তিনি আরও বলেন, ‘এ ক্ষেত্রে আইপিএলের উদাহরণ দেওয়া যেতে পারে। সেখানে নিয়ম কখনও পরিবর্তন হয় না। মূল ক্রিকেটাররা একই দলে থেকে যায়।’

২০২২ সালে ফ্র্যাঞ্চাইজিগুলোকে তিন বছরের জন্য একটি দলের মালিকানা দিয়েছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। যা এবার শেষ হয়েছে। শোনা যাচ্ছে, আগামী মৌসুম থেকে সেই মেয়াদ পাঁচ বছর বাড়ানো কথা ভাবছে বিসিবি।

তবে উদ্বেগের বিষয় হলো, ফ্র্যাঞ্চাইজিগুলো যতজন খেলোয়াড়কে ধরে রাখার গ্রুপ করতে পারে, সেটি ধরে রাখার সুযোগ পাবে না। গত দুই মৌসুমে প্রতিটি দল তাদের স্কোয়াডে সর্বোচ্চ তিনজন ক্রিকেটার ধরে রাখতে পেরেছিলো। ফলে অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছেড়ে দিতে বাধ্য হবে টানা দুই শিরোপা জয়ী বরিশাল।

তামিম বলেন, ‘তিন বছরের চক্র শেষ হয়েছে। এবার পাঁচ বছরের চক্র আসবে। তবে, ফ্র্যাঞ্চাইজিগুলোকে  তাদের মূল ক্রিকেটারদের ধরে রাখার সুযোগ দেওয়া উচিত। যদি শুধুমাত্র একজনকে ধরে রাখেন, তাহলে বছরের পর বছর ধরে যা তৈরি করেছেন তার সবই শেষ হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘আপনি যদি তাদের পাঁচ, ছয় বা চারজন, অন্তত চারজন খেলোয়াড় ধরে রাখার সুযোগ করে দেন, তাহলে যে সমর্থক গোষ্ঠী তৈরি হয়েছে তা আরও বড় হবে। ক্রিকেটাররাও একই ফ্র্যাঞ্চাইজিতে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। পরের মৌসুমের জন্য নিয়ম তৈরির সময় বিষয়টি তারা এটা মাথায় রাখবে বলে আমি বিশ্বাস করি।’

মালিকানা পরিবর্তন হলেও ক্রিকেটারদের দলে থাকার সুযোগ দেওয়া উচিত বলেও পরামর্শ দেন তামিম। তিনি বলেন, ‘এখন সমস্যা হল মালিকানা বদলাচ্ছে। যেমন, চট্টগ্রামে এ বছর একজন মালিক আছে, আগের বছর আরেকজন মালিক ছিল। কিন্তু এক্ষেত্রেও দলটা আগের মতোই থাকা উচিত। ক্রিকেটারদেরও একই থাকা উচিত।
তাই মালিক বদল হোক বা না হোক, অন্য কেউ আসুক বা না আসুক, কেউ চট্টগ্রামের প্রতিনিধিত্ব করলে তাকে দলে রাখার অনুমতি দেওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘তারা যদি তাকে রাখতে না চায়, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। শুধু মালিক বদলে যাওয়ায় দলগুলো ক্ষতিগ্রস্ত হবে এটা ঠিক নয়। আমি মনে করি, যদি অন্তত ছয়জন ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ দেওয়া হয় তবে এই ধরনের ফ্যানবেইজ যা দেখছেন, সেটি আরও বড় হবে।’ (বাসস)