বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকার দ্বিতীয় পর্বের খেলা আজ সোমবার থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।
দুপুর দেড়টায় প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী কিংস। অন্যদিকে সন্ধ্যা সাড়ে ৬টায় দ্বিতীয় ম্যাচে ঢাকা ডায়নামাইটসের প্রতিপক্ষ চিটাগং ভাইকিংস।
গত ১৩ জানুয়ারি ঢাকায় প্রথম পর্বের খেলা এবং ১৯ জানুয়ারি সিলেট পর্বের খেলা শেষ হয়। ঢাকা ডায়নামাইটস ৬ ম্যাচের ৫টিতে জিতে ১০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। অন্যদিকে চিটাগং ভাইকিংস ৫ ম্যাচের ৪টিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
আজকের বাজার/এমএইচ