বিপিএলে দল পেলেন ২০১২ সালের বিপিএলে হ্যাটট্রিক করা মোহাম্মদ সামি। পাকিস্তানের এই গতি তারকাকে দলে ভিড়িয়েছে সিলেট থান্ডার। প্লেয়ার ড্রাফটে ৫ জন বিদেশি ক্রিকেটার দলে নিয়েছিল দলটি। নতুন করে মোহাম্মদ সামিকে দলে ভেড়াল দলটি। এর আগে দেশি পেসার এবাদত হোসেনকে দলে নিয়েছিল তারা।
বিপিএলে বেশ পরিচিত এক নাম মোহাম্মদ সামি। ২০১২ সালের প্রথম আসরেই খেলেছিলেন, শেষ খেলেছেন ২০১৭ সালের আসরে। বরিশাল বুলস, দুরন্ত রাজশাহী ও রাজশাহী কিংসের হয়ে বিপিএল খেলেছেন এই পাকিস্তানি গতি তারকা।
বিপিএলে ৪০ ম্যাচে অংশ নিয়ে ৪৪টি উইকেট নিয়েছেন মোহাম্মদ সামি। বিপিএলে তার সেরা বোলিং ফিগার ৬ রানের বিনিময়ে ৫ উইকেট। টুর্নামেন্টের ১৭তম সর্বোচ্চ উইকেট শিকারি মোহাম্মদ সামি। ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ২০১২ সালে দুরন্ত রাজশাহীর হয়ে হ্যাটট্রিক করেছিলেন পাকিস্তানের সাবেক এ ফাস্ট বোলার।
সিলেট থান্ডার :
দেশি ক্রিকেটার : মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, রনি তালুকদার, নাঈম হাসান, দেলোয়ার হোসেন, মনির হোসেন খান, রুবেল মিয়া, এবাদত হোসেন।
বিদেশি ক্রিকেটার : শেরফানে রাদারফোর্ড, শফিকউল্লাহ শাফাক, নাভিন উল হক, জনসন চার্লস, জীবন মেন্ডিস, মোহাম্মদ সামি।
আজকের বাজার/আরিফ