গত ১৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির পঞ্চম আসরের প্লেয়ার্স ড্রাফট। তবে বিপিএলের ৭ ফ্র্যাঞ্চাইজি নিলামের আগ থেকেই দল গোছানো শুরু করে দিয়েছিল। অর্ধেকের বেশির ভাগ ক্রিকেটারকে আগে থেকেই দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিরা।
বিপিএলের দল গুছানোর দিক দিয়ে কাগজে-কলমে এগিয়ে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা ডাইনামাইটস। দলে রয়েছে সাঙ্গাকারা, ওয়াটসন, নারাইনদের মতো তারকা ক্রিকেটাররা। নিঃসন্দেহে অন্যান্য দলের চেয়ে এবারের আসরেও চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে ঢাকা।
অন্যদিকে বিপিএলের নিলামের আগেই নিজেদের পছন্দমত আইকন ক্রিকেটার বেছে নিয়েছেন ফ্র্যাঞ্চাইজিগুলো। গত আসরের মতো এবারের আসরেও ঢাকার হয়ে খেলবেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। দল অপরিবর্তিত রয়েছে মাহমুদউলাহ রিয়াদেরও।
গত আসরে খুলনা টাইটান্সের হয়ে খেলেছিলেন এই অল-রাউন্ডার। গত আসরের মতো এবারের আসরেও খুলনার হয়েই খেলবেন রিয়াদ। দল পরিবর্তন হয়েছে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার।
গত আসরে বরিশাল বুলসের হয়ে খেলেছিলেন মুশফিক কিন্তু এবারে ক্রিকেটার টাকা পরিশোধ এবং বিপিএলের নিয়ম না মানাতে এবারের আসরে অংশগ্রহণ করতে পারবে না বরিশাল ফলে মুশফিকের নতুন ঠিকানা হয়েছে নিজের বিভাগ রাজশাহী কিংসে।
গত দুই আসরে চিটাগং ভাইকিংসের হয়ে খেলা তামিম ইকবাল এবারে পাড়ি জমিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। অন্যদিকে তামিমের ভিক্টোরিয়ান্সে আসা মানে আরেক আইকন ক্রিকেটার মাশরাফির বিদায়। গত দুই আসরে কুমিল্লার হয়ে মাশরাফির নতুন ঠিকানা হয়েছে রংপুর রাইডার্স।
বাংলাদেশের শীর্ষ পাঁচ ক্রিকেটারের মধ্যে তিন ক্রিকেটারের দল অদল-বদলের পাশাপাশি বেড়েছে পারিশ্রমিকও। গত আসরে বিপিএল গর্ভনিং কাউন্সিল আইকনদের পারিশ্রমিক নির্ধারণ করে দিলেও এবারে ফ্র্যাঞ্চাইজিদের গুনতে হয়েছে ডাবল টাকা।
তবে এবারেও আইকনদের পারিশ্রমিক নির্ধারণ করে দেওয়া হলেও জানা গিয়েছে তার চেয়ে দ্বিগুণ টাকায় শীর্ষ পাঁচ ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিরা। পারিশ্রমিকের দিক দিয়ে এগিয়ে রয়েছেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান।
গত আসরে ৫৫ লাখ টাকা পারিশ্রমিক হলেও বিপিএল শেষে সেটি দাঁড়িয়েছে ৯০ লাখ এর কাছাকাছি। এবারে সেটি ছাড়িয়ে সাকিবের মূল্য দাঁড়িয়েছে ১ কোটিরও বেশি। শুধু সাকিবই নন দ্বিগুণ পারিশ্রমিকে নতুন দলের সঙ্গে যুক্ত হয়েছেন তামিম, মুশফিকও।
জানা গিয়েছে দেশের এই দুই শীর্ষ ক্রিকেটারকে দলে পেতে ফ্র্যাঞ্চাইজিদের গুনতে হয়েছে ১ কোটি কিংবা তারও বেশি। মূলত আয়করের দিক বিবেচনা করে সত্যিকারের দাম প্রকাশ করতে চাচ্ছেনা কোন ফ্র্যাঞ্চাইজি। অন্যদিকে মাহমুদউল্লাহ ও মাশরাফির আসল মূল্য ৭০-৮০ লাখের মধ্যে।
আজকের বাজার: সালি/ ২০ সেপ্টেম্বর ২০১৭