বিপিএলে সাকিবের রেকর্ড ভেঙে দেশে ফিরলেন ওয়াহাব বিয়াজ

বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের রেকর্ড ভেঙে বিপিএলে নতুন ইতিহাস গড়লেন পাকিস্তানের ওয়াহাব রিয়াজ। বিপিএল ইতিহাসে সর্বনিম্ন ৮ রানে ৫ উইকেট শিকারের কীর্তি গড়েছেন এই পাক পেসার।

সোমবার (৩০ ডিসেম্বর) পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ আসরের ২৬তম ম্যাচে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ঢাকা প্লাটুনের হয়ে বিপিএল ইতিহাসে সর্বনিম্ন ৮ রানে ৫ উইকেট শিকারের কীর্তি গড়েছেন। সাকিব ২০১৭ সালে মাত্র ৩.৫ ওভারে ১৫ রানে ৫ উইকেট শিকার করেছিলেন।

গতকাল ঢাকার ১৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ১০০ রানেই প্যাকেট হয়ে যায় রাজশাহী। ১৬.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ফেলে আন্দ্রে রাসেলের দল। ঢাকার ৭৪ রানের বড় ব্যবধানে এই জয়ের মূলে সাবেক পাকিস্তান পেসার ওয়াহাব রিয়াজের অমন বিধ্বংসী বোলিং।

ঢাকার হয়ে ম্যাচ শেষে ওয়াহাব ফিরেছেন পাকিস্তানে, যাবার বেলায় আগুন ঝরালেন। মূলত ইনজুরির কারণে বিপিএল ছেড়ে দেশে ফিরে গেছেন তিনি।

আজকের বাজার/আরিফ