পাকিস্তানের বোলিং লাইনআপে ভরসার দুই নাম মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজ। গেল ওয়ানডে বিশ্বকাপেও পাকিস্তানের পেস আক্রমণে নেতৃত্ব দিয়েছেন তারা। তবে বিশ্বকাপের পরই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন আমির। অপরদিকে জাতীয় দল থেকে সাময়িক বিরতি নিয়েছেন রিয়াজ। কিন্তু দুজনই খেলছেন এবারের বিপিএলে। তাদের এমন কর্মকান্ডে বেজায় খেপেছেন মিসবাহ উল হক।
বর্তমানে পাকিস্তানের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মিসবাহ। আমির-রিয়াজের বিপিএলে খেলার সিদ্ধান্ত একদমই পছন্দ হয়নি তার। এ ব্যাপারে তিনি জানিয়েছেন, ক্রিকেটারদের স্বেচ্ছাচারিতায় এমন আগাম অবসর নেওয়ার বিষয়টি নিয়ে বোর্ড ভাবছে। এমন কিছু যেন আর না ঘটে, সে লক্ষ্যে নীতিমালা তৈরি হচ্ছে বলেও জানান তিনি।
মিসবাহ বলেন, ‘আমরা এটা নিয়ে গভীরভাবে ভাবছি। শীঘ্রই আমরা একটি নীতিমালা তৈরি করব। আপনি যখন খেলোয়াড়দের উন্নতিতে অনেক টাকা খরচ করবেন তখন আপনি তাদের কাছ থেকে অবদানও প্রত্যাশা করবেন। তারা যদি (টেস্ট) খেলা ছেড়ে দেয় তাহলে যথার্থ হল না।’
খেলোয়াড়দের জন্য নীতিমালা তৈরির ব্যাপারে তিনি বলেন, ‘আপনার অর্থকড়ি খরচ করা হচ্ছে তাদের উন্নতির জন্যই। তাই এমন একটি নীতিমালা আমরা করছি যাতে খেলোয়াড়রা পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটে অবশ্যই খেলে।’
আজকের বাজার/আরিফ