আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএলের বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএল। ক্রিকেটের এ সংক্ষিপ্ত সংস্করণ নিয়ে ক্রিকেট ভক্তদের আগ্রহের কমতি নেই। ভক্তদের প্রিয় কোন ক্রিকেটার কোন দলে খেলছেন এটা যেমন জানতে চান, তেমনি এখান থেকে কোন ক্রিকেটার কত আয় করছেন, সেটাও জানতে চান অনেকেই।
রবিবার রাতে রাজধানীর এক হোটেলে ‘প্লেয়ার্স ড্রাফটের’ মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের পছন্দের ক্রিকেটারদের বেছে নিয়ে দল গড়েছে।
বঙ্গবন্ধু বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক:
দেশের ক্রিকেটারদের মধ্যে: পাঁচটি ক্যাটাগরির মধ্যে ‘এ’ প্লাস ক্যাটাগরিতে এবার পারিশ্রমিক রাখা হয়েছে ৫০ লাখ টাকা। ‘এ’ ক্যাটাগরিতে ২৫ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরিতে ১৮ লাখ টাকা, ‘সি’ ক্যাটাগরিতে ১২ লাখ, ‘ডি’ ক্যাটাগরিতে ৮ লাখ এবং ‘ই’ ক্যাটাগরিতে ৫ লাখ টাকা পারিশ্রমিক রাখা হয়েছে।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে: চার ক্যাটাগরির মধ্যে ‘এ’ প্লাস ক্যাটাগরির পারিশ্রমিক এক লাখ ডলার। ‘এ’ ক্যাটাগরির ৭০ হাজার ডলার। ‘বি’ ক্যাটাগরির ৫০ হাজার ডলার। ‘সি’ ক্যাটাগরির ৩০ হাজার ডলার এবং ‘ডি’ ক্যাটাগরির পারিশ্রমিক ২০ হাজার ডলার।
দেশি ক্রিকেটারদের তালিকা (ক্যাটাগরি অনুসারে)
বিদেশি ক্রিকেটারদের তালিকা
দেশি ক্রিকেটারদের মধ্যে কে কোন ক্যাটাগরিতে: দেশের ক্রিকেটারদের মধ্যে প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছিলেন মোট ১৮১ জন ক্রিকেটার।
‘এ প্লাস’ গ্রেডের চার ক্রিকেটার: মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ এবং তামিম ইকবাল।
‘এ’ গ্রেডের ৯ ক্রিকেটার: মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, তাইজুল ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন এবং ইমরুল কায়েস।
‘বি’ গ্রেডের ২৪ ক্রিকেটার: আবু হায়দার রনি, শফিউল ইসলাম, আবু জায়েদ চৌধুরি, নাজমুল হোসেন শান্ত, এনামুল হক, রুবেল হোসেন, সাব্বির রহমান, শুভাগত হোম, নুরুল হাসান সোহান, জহুরুল ইসলাম, ফরহাদ রেজা, আল আমিন, তাসকিন আহমেদ, মেহেদি হাসান, আফিফ হোসেন, ফজলে রাব্বি মাহমুদ, ইয়াসির আলি চৌধুরি, রনি তালুকদার, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, সানজামুল ইসলাম, নাঈম হাসান, আল আমিন হোসেন এবং কামরুল ইসলাম রাব্বি।
এছাড়া, দেশি ক্রিকেটারদের মধ্যে থেকে ‘সি’ গ্রেডে ৪১ জন ক্রিকেটার, ‘ডি’ গ্রেডে ৫৯ জন ক্রিকেটার এবং ‘ই’ গ্রেডে ৪৪ জন ক্রিকেটার রয়েছেন।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু বিপিএলে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন, প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স, রাজশাহী রয়্যালস, রংপুর রেঞ্জার্স, সিলেট থান্ডার, কুমিল্লা ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নামে সাতটি দল থাকছে।
আজকের বাজার/আরিফ