বিপিএল চট্টগ্রাম পর্ব, ফিক্সচার

সিলেট ও ঢাকা পর্বের প্রথম দফা শেষে বিপিএল এখন চট্টগ্রামে। আগামী ২৪ নভেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএলের চট্টগ্রাম পর্ব, যার পর্দা নামবে ২৯ নভেম্বর।
৬ দিনব্যাপী এই পর্বে থাকছে মোট ১০টি ম্যাচ। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এর মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলবে চিটাগং ভাইকিংস, যাদের ‘হোম ভেন্যু’ এই চট্টগ্রাম।
ঢাকার মতো চট্টগ্রামেও প্রতি দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর একটায়। দিনের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা ছয়টায়। শুক্রবার সূচি পিছিয়ে যাবে এক ঘণ্টা করে।
এখন পর্যন্ত বিপিএলে অনুষ্ঠিত হয়েছে ২৪টি ম্যাচ। লিগ-পর্বের অর্ধেকের বেশি খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাদের চেয়ে দুই ম্যাচ বেশি খেলে ঢাকা ডায়নামাইটস আছে দ্বিতীয় স্থানে। তৃতীয় ও চতুর্থ স্থানে আছে খুলনা টাইটান্স ও সিলেট সিক্সার্স। আসরের অন্যতম জনপ্রিয় দল রংপুর রাইডার্স আছে পঞ্চম স্থানে। ষষ্ঠ ও সপ্তম স্থানে আছে যথাক্রমে রাজশাহী কিংস ও চিটাগং ভাইকিংস। এই দুটি দলের বিপিএলের শেষ চারে ওঠার স্বপ্ন এবার বেশি কঠিনই।

একনজরে বিপিএলের চট্টগ্রাম পর্বের ফিক্সচারঃ

বিপিএলের চট্টগ্রাম পর্বের ফিক্সচার

আজকের বাজার: সালি / ২৩ নভেম্বর ২০১৭