বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
বিপিএল দেখল বিশ্বরেকর্ড ,১ বলে ১৫ রান
প্রকাশিত - ডিসেম্বর ৩১, ২০২৪ ৩:৩৫ পিএম
চিটাগং কিংস ২০৪ রানের লক্ষ্যে খেলতে ব্যাটিংয়ে নেমেছিল। প্রথম ওভারে বল হাতে নেন খুলনা টাইগার্সের বোলার ওশানে থমাস। একের পর এক নো আর ওয়াইডে এক বলেই খরচ করেন ১৫ রান। আর তাতেই টি-২০ ক্রিকেটের ইতিহাসে এক বলে সবচেয়ে বেশি রানের নতুন বিশ্বরেকর্ডের সাক্ষী হয়েছে বিপিএল।
ইনিংসের প্রথম বলে নাইম ইসলাম আউট হলেও বেঁচে গিয়েছেন। ফিল্ডারের হাতে ক্যাচ দিলেও সেটা ছিল নো বল। ফ্রি হিটের বলটি ছিল ডট। সেই বৈধ ডেলিভারির পর থমাসের নো বলে ছক্কা হাঁকান নাঈম। এরপর দুই ওয়াইড বল। পরের নো বলে হজম করেন ৪ রান। ততক্ষণে চলে এসেছে ১৪ রান। স্কোরবোর্ডে ১ বলের পাশে ১৫ রান।
Copyright © 2025 আজকের বাজার. All rights reserved.