দক্ষিণ আফ্রিকা সফরে পায়ের গোড়ালিতে আঘাত পেয়ে প্রোটিয়া সফর শেষ হয়ে যায় বাংলাদেশের প্রতিভাবান পেসার মুস্তাফিজুর রহমানের। এরপর লম্বা সময় কেটে গেলেও চোট থেকে শতভাগ সেরে না উঠায় খেলতে পারেননি চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দুই পর্বে। তবে আশার বাণী হচ্ছে মুস্তাফিজ এখন শতভাগ ফিট এবং প্রস্তুত রাজশাহী কিংসের হয়ে বিপিএল মাতানোর জন্য।
গোড়ালির চোট থেকে সেরে মুস্তাফিজ ঢাকা পর্ব থেকে বিপিএলে খেলবে ধারণা করা হলেও শেষ পর্যন্ত তা আর হয়ে উঠেনি। ঢাকা পর্ব শেষে বিপিএল এখন বন্দরনগরী চট্টগ্রামে। মুস্তাফিজ শতভাগ প্রস্তুত থাকায় এই পর্ব থেকেই আবারো শুরু হবে এই পেসারের বিপিএল যাত্রা।
কাটার-মাস্টার মুস্তাফিজের সেরে উঠার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির ফিজিও বায়েজিত আহমেদ। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুস্তাফিজ প্রসঙ্গে তিনি জানান, ‘দক্ষিণ আফ্রিকা সফর থেকে চোট নিয়ে আসার পর থেকে আমরা মুস্তাফিজকে নিবিড় পর্যবেক্ষণে রাখি। পুনর্বাসন প্রক্রিয়া শেষে ঢাকা পর্বে সে দলের সাথে যোগ দেয়। চোট কাটিয়ে উঠে এখন মুস্তাফিজ শতভাগ প্রস্তুত।’
২২-বছর বয়সী এই পেসার গত কয়েকদিন যাবত নেটে পুরোদমে অনুশীলন করছেন এবং এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবারও নেটে স্বাচ্ছন্দ্যে পাঁচ ওভার বল করেছেন উল্লেখ করে এসময় তিনি আরো বলেন, ‘মুস্তাফিজ আজকের অনুশীলনসহ মোট চার সেশনে বল করেছে। আজও স্বাচ্ছন্দ্যে পাঁচ ওভার বল করেছে। ও যে প্রস্তুত এটাই তার বড় প্রমাণ।’
মুস্তাফিজ স্বাচ্ছন্দ্যে বল করতে পারছে চোট নিয়ে কোন ধরণের সমস্যা অনুভব করছেন না বলেও এসময় নিশ্চিত করেন বায়েজিত আহমেদ।
যার ফলে চট্টগ্রাম পর্বে ব্যর্থতার বেড়াজালে ঘুরপাক খেতে থাকা রাজশাহী কিংসের শক্তি বাড়াতে মুস্তাফিজ মাঠে ফিরছেন এটা এখন এক প্রকার নিশ্চিতই বলা চলে। প্রসঙ্গত বিপিএলের চট্টগ্রাম পর্বে ২৫শে নভেম্বর পয়েট তালিকার শীর্ষ দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী কিংস। ধারণা করা হচ্ছে এই ম্যাচ দিয়েই বিপিএলে প্রত্যাবর্তন ঘটবে মুস্তাফিজের।
উল্লেখ্য এর আগে কাঁধের অস্ত্রোপচারের জন্য বিপিএলের চতুর্থ আসরে একটি ম্যাচও খেলতে পারেননি প্রতিভাবান এই পেসার।
আজকের বাজার: সালি / ২৩ নভেম্বর ২০১৭