বঙ্গবন্ধু বিপিএলের চলমান আসরে শনিবার রংপুর রেঞ্জার্সকে ছয় উইকেটে হারিয়ে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে মোহাম্মদ নাঈমের ৭৮ রানের কল্যাণে ২০ ওভারে আট উইকেটের বিনিময়ে ১৫৭ রান সংগ্রহ করে রংপুর।
দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান আসে অধিনায়ক মোহাম্মদ নবির ব্যাট থেকে। সেই সাথে তাসকিন আহমেদ (১১), লুইস গ্রেগরি (১১) ও টিবি অ্যাবেল (১০) ছাড়া কেউ সুবিধা করতে পারেননি।
চট্টগ্রামের হয়ে কেসরিক উইলিয়াম দুটি এবং মেহেদী হাসান রানা, রুবেল হোসেন, রায়ান ব্রোল ও মাহমুদুল্লাহ রিয়াদ একটি করে উইকেট পান।
জবাব দিতে নেমে চট্টগ্রাম ১৮ ওভার ২ বলে মাত্র চার উইকেট হারিয়ে ১৫৮ রান তুলে নিজেদের তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয়ের দেখা পায়। ওপেনার চ্যাডউইক ওয়াল্টন ও আভিস্কা ফারনান্ডো করেন যাথাক্রমে ৫০ ও ৩৭ রান। সেই সাথে ইমরুল কায়েসের অবদান ছিল ৪৪ রান।
লুইস গ্রেগরি দুটি এবং মোহাম্মদ নবি ও টিবি অ্যাবেল নেন একটি করে উইকেট।
চট্টগ্রামের পরের ম্যাচ ১৭ ডিসেম্বর সিলেট থান্ডারের বিপক্ষে। পরের দিন রংপুর মুখোমুখি হবে কুমিল্লা ওয়ারিয়র্সের। ম্যাচগুলো হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
আজকের বাজার/এমএইচ