বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার রাজশাহী রয়্যালসের কাছে পাত্তাই পায়নি শক্তিশালী ঢাকা প্লাটুন।
মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে রাজশাহীর কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে তামিম ইকবাল, শহীদ আফ্রিদি ও থিসারা পেরেরার মতো ক্রিকেটারদের নিয়ে মাঠে নামা ঢাকা।
ঢাকার দেয়া ১৩৫ রানের টার্গেট ১০ বল বাকি থাকতেই ১ উইকেট হারিয়ে টপকে যায় রাজশাহী।
টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান করে ঢাকা। রান পাননি তামিম ইকবাল (৫), আফ্রিদি (০) ও থিসারা পেরেরা (১)।
এনামুল হক বিজয় (৩৮), জাকির আলী (২১) এবং শেষ দিকে ওয়াহাব রিয়াজ (১৯) ও অধিনায়ক মাশরাফির (১৮) ব্যাটে ভর করে ১৩৪ রানের সম্মানজনক স্কোর গড়ে ঢাকা।
রাজশাহীর পক্ষে আবু জায়েদ ২টি এবং তাইজুল ইসলাম, ফরহাদ রেজা, অলক কাপালী ও রবি বোপারা প্রত্যেকেই ১টি করে উইকেট লাভ করেন।
জবাব দিতে নেমে শুরুটা দারুণ করেন লিটন দাস ও হজরতউল্লাহ জাজাই। তাদের ওপেনিং জুটিতে আসে ৮.২ ওভারে ৬২ রান। লিটন ২৭ বলে ২টি ছক্কা ও ৪টি চারে ৩৯ রান করে আউট হন।
তবে জাজাই ৪৫ বলে ৩টি ছক্কা ও ৪টি চারের সাহায্যে অপরাজিত ৫২ এবং শোয়েব মালিক ৩২ বলে ২৯* রানের ইনিংস উপহার দিয়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
আজরেক বাজার/এমএইচ