বিপিএল : শিরোপা লড়াইয়ে কাল মুখোমুখি বরিশাল ও চট্টগ্রাম

শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে আগামীকাল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে চট্টগ্রাম কিংসের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।

পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরমেন্স করেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বরিশাল টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের দৌড়ে ফেভারিট হিসেবেই মাঠে নামবে।

শিরোপা ধরে রাখতে পারলে ঢাকা ও কুমিল্লা ফ্র্যাঞ্চাইজির পর তৃতীয় সর্বোচ্চ (দু’বার) ট্রফি জয়ের নজির গড়বে বরিশাল। কুমিল্লা চারবার ও ঢাকা তিনবার শিরোপা জিতেছে।

রংপুর, রাজশাহী ও বরিশাল একবার করে বিপিএল ট্রফি জিতেছে। ২০১৩ সালে ফাইনালে উঠলেও ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কাছে হেরে যায় চট্টগ্রাম কিংস।

প্রথমবারের মত বিপিএল শিরোপা নিশ্চিত করতে হলে বর্তমান চ্যাম্পিয়ন শক্তিশালী বরিশালকে হারাতে হবে চট্টগ্রামকে।

লিগ পর্বে ১২ ম্যাচের ৯টিতে জিতে সেরা দল হয়ে প্লে-অফে ওঠে বরিশাল। প্রথম কোয়ালিফাইয়ারে চট্টগ্রামকে ৯ উইকেটে হারায় তারা।

লিগ পর্বে তিন হারের মধ্যে দু’বার রংপুর রাইডার্সের কাছে এবং একটিতে ফাইনালিস্ট চট্টগ্রামের কাছে হেরেছিলো বরিশাল।

ফাইনালের আগে এবারের আসরে তিনবার দেখা হয় বরিশাল ও চট্টগ্রামের। তামিমের নেতৃত্বাধীন দলটি প্রথম কোয়াালিফাইয়ারসহ দুই ম্যাচে জয় পায়। প্রথম লেগের ম্যাচে বরিশাল ৬ উইকেটে হারায় চট্টগ্রামকে। দ্বিতীয় লেগে চট্টগ্রামের কাছে ২৪ রানে হেরে যায় বরিশাল।

বরিশাল শীর্ষে এবং চট্টগ্রাম দ্বিতীয়স্থানে থেকে লিগ পর্ব শেষ করে। দ্বিতীয় লেগে বরিশালের বিপক্ষে জিতেই দ্বিতীয়স্থান নিশ্চিত করে চট্টগ্রাম। কিন্তু প্রথম কোয়ালিফাইয়ারে ৯ উইকেটের সহজ জয় পায় বরিশাল।

বরিশালের কাছে হেরে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খেলতে হয় চট্টগ্রামকে। সেখানে খুলনা টাইগার্সকে ২ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে চট্টগ্রাম।

প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৬৩ রানের সংগ্রহ পায় খুলনা। জবাবে শেষ ওভারে ১৫ তথা শেষ বলে চার রানের সমীকরণ মিলিয়ে অবিস্মরনীয় জয় পায় চট্টগ্রাম। শেষ বলে চার মেরে চট্টগ্রামকে ফাইনালে তুলেন আলিস আল ইসলাম।

দ্বিতীয় কোয়ালিফাইয়ারের রোমাঞ্চকর জয় ফাইনালের আগে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে চট্টগ্রামকে।

বিপিএলের রোল অফ অনার :

বছর-চ্যাম্পিয়ন-রানার্স আপ

২০১২- ঢাকা গ্ল্যাডিয়েটর্স-বরিশাল বার্নার্স

২০১৩-ঢাকা গ্ল্যাডিয়েটর্স-চট্টগ্রাম কিংস

২০১৪ (বাতিল)

২০১৫-কুমিল্লা ভিক্টোরিয়ান্স-বরিশাল বুলস

২০১৬-ঢাকা ডায়নামাইটস-রাজশাহী কিংস

২০১৭-রংপুর রাইডার্স-ঢাকা ডায়নামাইটস

২০১৮-কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ঢাকা ডায়নামাইটস

২০১৯-রাজশাহী রয়্যালস-খুলনা টাইগার্স

২০২০, ২০২১ (কোভিড-১৯ এর কারণে বাতিল)

২০২২-কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ফরচুন বরিশাল

২০২৩-কুমিল্লা ভিক্টোরিয়ান্স-সিলেট স্ট্রাইকার্স

২০২৪-ফরচুন বরিশাল-কুমিল্লা ভিক্টোরিয়ান্স (বাসস)