বিপিএল শুরু মুস্তাফিজের

আজ শনিবার চট্টগ্রামের মাঠে কুমিল্লার বিপক্ষের ম্যাচে রাজশাহীর একাদশে দেখা গেল মুস্তাফিজকে। তার ২ উইকেটের সাথে জয়ও তুলে নিল তার দল রাজশাহী কিংস্।
দক্ষিণ আফ্রিকা সফরে গোড়ালির ইনজুরিতে পরে দেশে ফিরে আসেন বাংলাদেশের এই তারকা পেসার। ফলে অনিশ্চিত হয়ে পরে বিপিএলের সিলেট ও ঢাকা পর্ব। তবে গত বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধরী স্টেডিয়ামে সকাল ১১টা থেকে রাজশাহী দলের সাথে অনুশীলন করেন মোস্তাফিজ।
নেটে ৫ ওভার বোলিং করে জানান দেন তিনি পূরোপরি খেলার জন্য প্রস্তত। অবশ্য বোলিং করার আগে রাজশাহীর ফিজিও বায়েজীদ ইসলাম পায়ে ব্যান্ডেজ করে দিয়েছিলেন, যাতে পায়ে খুব একটা চাপ না লাগে তার।
আজকের বাজার: সালি / ২৫ নভেম্বর ২০১৭