বিপিডিবি থেকে অনুমোদন পেয়েছে বারাকা পতেঙ্গা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বারাকা পাওয়ারের সহযোগী প্রতিষ্ঠান বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড ও এর কনসোর্টিয়াম বিদ্যুৎ উৎপাদনের অনুমোদন পেয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গতকাল ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) বারাকা পতেঙ্গা ও এর কনসোর্টিয়ামকে সম্মতিপত্র (লেটার অব ইনটেন্ট) দিয়েছে।

বারাকা পতেঙ্গা ১৫ বছরের জন্য বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। ১০৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রটি চট্টগ্রামের শিকলবাহায় নির্মার্ণ করা হবে। আগামী ৯ মাসের মধ্যে নতুন পাওয়ার প্লান্টের কার্যক্রম সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ৫১ শতাংশ শেয়ার রয়েছে বারাকা পাওয়ারে।

আরএম/