গত ৩০ ডিসেম্বর ২০১৮ তারিখে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডিএসই ব্রোকার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)-এর প্রতিষ্ঠাতা আহবায়ক, সাবেক প্রেসিডেন্ট এবং বাংলাদেশ পুঁজিবাজারের অতি সু-পরিচিত ও সজ্জন জনাব আহসানুল ইসলাম (টিটু) বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় ডিএসই ব্রোকার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)-এর পরিচালনা পর্ষদসহ সকল সদস্যবৃন্দের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানায়। একই সাথে উক্ত মহান জাতীয় সংসদ নির্বাচনে সম্মানিত সাংসদ নির্বাচিত হওয়ায় ডিএসই ব্রোকার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) জনাব কাজী ফিরোজ রশীদ, উপদেষ্টামন্ডলীর আহবায়ক ও সম্মানিত সদস্য, জনাব মোঃ শফিকুর রহমান, সদস্য, জনাব আবদুস সালাম মুর্শেদী, সদস্য এবং জনাব মোঃ আব্দুল মুমিন মন্ডল, সদস্য-কে উষ্ণ অভিনন্দন জানায়।
পুঁজিবাজারে অভিজ্ঞ ও দূরদর্শী সম্পন্ন উক্ত ব্যক্তিবৃন্দ জনপ্রতিনিধি হিসেবে সামনের দিনগুলোতে দেশ ও জাতির উন্নয়নের পাশাপাশি পুঁজিবাজারের উন্নয়ন তথা সার্বিক অর্থনীতিতে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে ডিএসই ব্রোকার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) দৃঢ়ভাবে বিশ্বাস করে।